এফএনএস স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দুটি ম্যাচ খেলার জন্য কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশ দল। শনিবার রাতে সেখানে পৌঁছে গতকাল রোববার বিকালে মাঠের অনুশীলনও করেছেন জামাল ভ‚ঁইয়ারা। ফিফা প্রীতি ম্যাচটি হবে ১৫ জুন। তার আগে স্থানীয় একটি দল টিফি আর্মি এফসির বিপক্ষে সোমবার প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সেই ম্যাচে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বিশ্রামের পর গতকাল রোববার সকালে রিকোভারি সেশন হয়েছে। বিকালে আর্মি স্টেডিয়ামের মাঠে নানা ট্যাকটিকস নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ। এরপর সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবাই ইতিবাচক আছে। ভ্রমণ ও বিশ্রামের পর রিকোভারি সেশন শেষে অনুশীলন হয়েছে। ভালো অনভ‚তি সবার। এখন ট্যাকটিকাল বিষয় নিয়ে কাজ হচ্ছে। কম্বোডিয়ার প্রিমিয়ার লিগে খেলা টিফি একাদশের লিগ জেতার কোনো রেকর্ড নেই। তিনবার রানার্সআপ হয়েছে। দলে দুজন বিদেশি খেলোয়াড়ও রয়েছে। তবে কাবরেরার দৃষ্টি ভারতের বেঙ্গালুরুর সাফের দিকে, ‘সাফে আমাদের মূল দৃষ্টি। এখানে এসেছি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। কম্বোডিয়ার বিপক্ষে জিততে চাই। এ ছাড়া কাল আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি। আশা করছি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ খেলা হবে।’ দলের অন্যতম উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম আশাবাদী। প্রস্তুতি ম্যাচের আগে নিজের কথা জানালেন এভাবে, ‘সাফে যাওয়ার আগে আমরা প্রীতি ম্যাচ পাচ্ছি। সেখানে ভালো ফল করতে পারলে সাফে খেলতে সাহায্য করবে। কালকের ম্যাচকে সামনে রেখে গতকাল রোববার অনুশীলন করেছি। দুর্বলতা নিয়ে কাজ হয়েছে। কালকের ম্যাচে কার কী করতে হবে তা কোচ বলে দিয়েছেন।’ ডিফেন্ডার রহমত মিয়া নমপেনের আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিচ্ছেন, ‘বাংলাদেশের গরমে অনুশীলন করতে হয়েছে। এখানে অনুশীলন করে ভালো লাগছে। আবহাওয়া প্রায় একই। এখানে বাতাস ছিল। কিছুটা ঠাÐাও। মূলত ম্যাচ নিয়ে ঢাকায় কাজ হয়েছে। কালকের ম্যাচের ট্যাকটিকস নিয়ে কাজ হয়েছে। জয়ের মানসিকতা নিয়ে সাফে যেতে চাই।’