দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর ব্র্যাক অফিস হতে মোটর সাইকেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে মোটর সাইকেল চোর। এসময় উত্তেজিত লোকজন মোটর সাইকেল চোরকে বেধড়ক মারপিট এবং বেঁধে রাখে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এবং চোরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল এগারটার দিকে, ধৃত চোর কালিগঞ্জ উপজেলাডর কালিকাপুর গ্রামের দলির উদ্দীনের পুত্র শামীম হোসেন, উলেখ্য দেবহাটার পারুলিয়া মৎস্য আড়ত এবং ব্র্যাক অফিস হতে মোটর সাইকেল চুরি হয়। মোটর সাইকেল চোর ধরাপড়েছে এমন সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী লোকজন দেবহাটা থানায় ভিড় জমায়।