এফএনএস স্পোর্টস: ইউরো ২০২৪-এর বাছাইয়ে চলতি মাসের ম্যাচগুলোতে জুড বেলিংহ্যামকে পাচ্ছে না ইংল্যান্ড। চোট থেকে সেরে না ওঠায় এই মিডফিল্ডারকে দলের বাইরে রাখা হয়েছে। ২০২২-২৩ মৌসুমে দারুণ পারফরম্যান্সের জন্য বুন্ডেসলিগায় মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেলিংহ্যান। শেষটা অবশ্য তার নিজের ও বরুশিয়া ডর্টমুন্ডের জন্য সুখকর হয়নি। হাঁটুর চোটের কারণে শেষ রাউন্ডে মাইন্সের বিপক্ষে খেলতে পারেননি ১৯ বছর বয়সী এই ফুটবলার। ওই ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন হতো ডর্টমুন্ড, কিন্তু ২-২ গোলে ড্র করে তারা। ফলে শেষ পর্যন্ত গোল পার্থক্যে পিছিয়ে লিগ রানার্সআপ হয় তারা। ইংল্যান্ডের জাতীয় ফুটবল কেন্দ্রে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন বেলিংহ্যাম। জোর গুঞ্জন রয়েছে, আসছে দলবদলে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি। লুইস ডাঙ্কেরও চোট সমস্যা আগে থেকেই ছিল। তারপরও তাকে আসছে দুটি ম্যাচের দলে রেখেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের এই ডিফেন্ডারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। বাছাইয়ে আগামী শুক্রবার ইংল্যান্ডের প্রতিপক্ষ মাল্টা। এরপর আগামী ১৯ নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।