স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদ্বোধন হয়েছে। “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরার সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে। সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মহান্দ মজুমদারের সভাপতিতে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মইন,সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মশিউর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর ড. এম, এম, নজমুল হক, সহকারি কমিশনার বাপ্পি দত্ত রনি, সহকারী কমিশনার এনডিসি আব্দুল্লাহ আল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মাছুম বিল্লাহ, প্রকৌশলী কল্লোল রায়, প্রকৌশল এনামুল হাসান,গৌতম কুমার বিশ্বাস, মোঃ সাইদুজ্জামান লিটন,মাহবুব আলম সহ এসময় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অপরদিকে গতকাল বেলা সাড়ে ১২ টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি। তিনি কারিগারি ও শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মহসীন।