এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট ঢাকা এর প্রোগ্রাম অফিসার প্রবীর কুমার দাশ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভ‚মি) দিপা রানী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, দীপংকর কুমার সরকার দ্বীপ, মাহবুবুল হক ডাবলু, দীপংকর বাছাড় দীপু, আবু দাউদ ঢালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল কালাম মোড়লসহ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ ও এসওপি (বিদ্যালয়ে দুর্যোগ প্রস্তুতি ও জরুরী সাড়াদান স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর) ২০১৯ এর আলোকে প্রশিক্ষণ প্রদান করা হয়।