স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নাশকতা সহ একাধিক মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। সে সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র আজগর আলী। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল দুপুরে সদর উপজেলার কুচপুকুর এলাকার জামতলা মোড় হইতে এএসআই রাজু আহম্মেদের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী আজগর আলীকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা সহ ২০টি মামলা রয়েছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।