দেবহাটা অফিস \ দেবহাটা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা পারুলিয়া ইউনিয়নের পলগাদা এলাকা হতে পনের বোতল ফেনসিডিল সহ একই গ্রামের আরশাদ আলী সাগর পুত্র মিনহাযুল ইসলাম (২৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। দেবহাটা থানা ওসি বাবুল আক্তারের নেতৃত্বে পরিচালিত হয় অভিযানটি ওসি বাবুল আক্তার বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।