স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানেন ৩টি স্বর্ণের বার সহ ১ চোরা কারবারীকে আটক করা হয়েছে। আটক মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙ্গা গ্রামের মো: আশেদ আলী খানের পুত্র মো: মজুন খান (৪১)। ৩৩ বিজিবি সূত্রে জানাগেছে, কলারোয়া কাজীরহাট ঠাকুর বাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার মো: ফারুক হোসেনের নেতৃত্বে ঝাউডাঙ্গা ক্যাম্পের চৌকস অভিযানিক দল গতকাল বিকালে ঐ এলাকায় অবস্থান নেয়। ঐ ব্যক্তিকে আটকের পর তার দেহ তলাশী করে কাপড়ে মোড়ানো ৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যাহার ওজন ৩৪৯ গ্রাম মূল্য আনুমানিক ২৯ লক্ষ ৫৩ হাজার ৩২৫ টাকা। আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর পূর্বক স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো: আশরাফুল হক এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।