সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানিতেও বাজারে প্রভাব পড়েনি বিএনপির মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শীতজনিত রোগীর চাপ রাজধানীসহ দেশের প্রতিটি হাসপাতালে বাড়ছে সাতক্ষীরা পৌর—মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সম্মেলনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত মোবাইল—ইন্টারনেটে কর প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাওয়ের হুঁশিয়ারি ভারত থেকে এলো ২৭ হাজার মেট্রিক টন চাল টিউলিপের উচিত ক্ষমা চাওয়া: ইউনূস বিজিবি—জনগণ ‘শক্ত অবস্থান’ নেওয়ায় ভারত পিছু হটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এশিয়া কাপ নিয়ে ভারতের সিদ্ধান্তে খুশি পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। হাইব্রিড মডেলে এশিয়ার কাপের অনুমোদন দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর এতে খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসিসি জানায়, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হবে যেখানে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে এবং বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।’ পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে নিয়েছে ভারত। এই প্রসঙ্গে পিসিবি প্রধান নাজাম শেঠি বলেন, ‘আমি আনন্দিত যে এসিসি এশিয়া কাপ ২০২৩-এর জন্য আমাদের হাইব্রিড সংস্করণ গৃহীত হয়েছে। এর অর্থ হল পিসিবি ইভেন্টের আয়োজক হিসাবে থাকবে এবং শ্রীলঙ্কার সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসাবে পাকিস্তানে ম্যাচের মঞ্চ থাকবে, যা ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে ভ্রমণে অক্ষমতার কারণে প্রয়োজন ছিল।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের ক্রিকেট সমর্থকরা ১৫ বছরের মধ্যে প্রথমবার নিজেদের মাঠে ভারত-পাকিস্তানের লড়াই দেখার অপেক্ষায় ছিল। কিন্তু আমরা ভারতের অবস্থান বুঝি।’ উল্লেখ্য, এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। আর এতেই হুমকির মুখে পড়ে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। পরে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া আয়োজনের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে সেটা নিয়েও দেখা দেয় শঙ্কা। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com