বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়ায় প্রধান শিক্ষক মোঃ হজরত আলীর (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জোহরের নামাজ বাদ সিরাজপুর গাজীবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সদা হাস্যজ্জল শিক্ষকের পরিবারিক কবরস্থনে দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফর আলম বাবু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, প্রধান শিক্ষক একেএম আশারাম হোসেন, পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ জুবায়ের হোসেন প্রমূখ। উলেখ্য তিনি ভুরুলিয়া সিরাজপুর গ্রামের মৃত আফিল উদ্দিন গাজির পুত্র এবং নূরনগর ১৭০ নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। জানাজার নামাজ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের পেশ ইমাম মাওঃআজাদ হোসেন।