এফএনএস স্পোর্টস: ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে দারুণ ব্যাটিংয়ের পর ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন নাঈম শেখ। একই আসরে ভালো খেলার পুরস্কার পেয়ে আফিফ হোসেনও ফিরলেন দলে। আর সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়লেন ইয়াসির আলি চৌধুরি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও ফিরেছেন দলে। ইয়াসির ছাড়াও দলে জায়গা হারিয়েছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরি। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের শিরোপা পুনরুদ্ধারে বড় ভ‚মিকা রাখেন নাঈম। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে ১০টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন বাঁহাতি ওপেনার। স্ট্রাইক রেটও বেশ ভালো, ৯১.৬৪! টি-টোয়েন্টিতে একসময় বাংলাদেশ দলের নিয়মিত এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন দুইটি। ২০২০ সালে অভিষেক ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগই পাননি। পরের বছর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে আউট হয়ে যান ১ রান করে। একই বছর জিম্বাবুয়ে সফরের দলেও রাখা হয় তাকে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। এরপর গতবছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ে যান তিনি। প্রায় ১৬ মাস পর আফগানদের বিপক্ষে আরেকটি সিরিজ দিয়েই ফিরলেন দলে। নাঈমকে জায়গা দিতে বাদ পড়লেন রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতে অভিষেক হয় ৩২ বছর বয়সী ওপেনারের। ওই ম্যাচে ৪ রান করেন আউট হন তিনি। ওই ম্যাচেই আরেক অভিষিক্ত মৃত্যুঞ্জয় জায়গা হারিয়েছেন তাসকিনের কাছে। সেদিন ব্যাটিংয়ে ৮ রান করার পর বল হাতে ৮ ওভারে ৬৪ রান খরচ করেও উইকেটশূন্য থাকেন তরুণ অলরাউন্ডার। নাঈমের মতো আফিফের বিরতি এত লম্বা নয়। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর একই দলের বিপক্ষে ইংল্যান্ড সফরের দলেও রাখা হয়নি তাকে। জাতীয় দলে জায়গা হারানোর পর লিগে আবাহনীর শিরোপা জয়ে আফিফও রাখেন বড় অবদান। মিডল অর্ডারে ব্যাটিং করে ১৩ ইনিংসে ৫ ফিফটির সঙ্গে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। সব মিলিয়ে ৫৫ গড় ও ১১০.৬৬ স্ট্রাইক রেটে করেন ৫৫০ রান। মিডল অর্ডারে আফিফ ফিরেছেন ইয়াসিরের জায়গায়। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সবশেষ ওয়ানডে খেলেছেন ইয়াসির। ওই ম্যাচে ৭ রান করে আউট হন তিনি। এরপর ইংল্যান্ড সফরের দলে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে জায়গা ধরে রেখেছেন তাইজুল ইসলাম। বিশ্বকাপের আগে দুই বাঁহাতি স্পিনার তাইজুল ও নাসুম আহমেদকে অদল-বদল করে খেলানোর কথা বলা হলেও, পরপর দুই সিরিজে সুযোগ পেলেন তাইজুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৫ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ। বাদ পড়লেন: রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি। দলে ফিরলেন: নাঈম শেখ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন।