রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: টানা আক্রমণে দুর্বল জিব্রাল্টারের রক্ষণকে পুরোটা সময় ব্যতিব্যস্ত করে রাখলেন এমবাপে-জিরুদরা। সুযোগও তারা পেলেন অসংখ্য। ম্যাচের সঠিক চিত্র যদিও স্কোরলাইনে ফুটে উঠছে না। তবে নিশ্চিতভাবেই বলা যায়, অনায়াসে জয় নিয়ে মাঠে ছাড়ল ফ্রান্স। ইউরো বাছাইয়ে শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অলিভিয়ে জিরুদের গোলে শুরুতেই তারা এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান কিলিয়ান এমবাপে। শেষ দিকে জিব্রাল্টারের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আরও। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর বাছাইয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল ফ্রান্স। সমান ম্যাচে সবকটি হারল জিব্রাল্টার। দুই দলের মাঝে শক্তির পার্থক্য যতটা, ফিফা র‌্যাঙ্কিংয়েও ব্যবধান ততটাই। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল ফ্রান্স, আর জিব্রাল্টারের অবস্থান ২০১-এ। প্রতিপক্ষের ওপর শুরু থেকেই প্রবল চাপ বাড়ায় ফ্রান্স। ম্যাচের তৃতীয় মিনিটে গোলও পেয়ে যায় তারা। ডান দিক থেকে কিংসলে কোমানের ক্রসে গোলমুখে হেডে বল জালে পাঠান জিরুদ। আন্তর্জাতিক ফুটবলে এসি মিলান স্ট্রাইকারের গোল হলো ৫৪টি, ফ্রান্সের হয়ে সর্বোচ্চ। ২৩তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও হারান এমবাপে। সতীর্থের উঁচু করে ডি-বক্সে বাড়ানো থ্রু বল নাগালে পেয়েও দরকারি টোকাটা দিতে পারেননি পিএসজি তারকা। প্রথম আধা ঘণ্টায় প্রায় ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে আক্রমণের ঝড় বইয়ে দেওয়া ফরাসিরা ২৯তম মিনিটে দারুণ দুটি সুযোগ তৈরি করে। প্রথমে এদুয়ার্দো কামাভিঙ্গার দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক, তবে বল হাতে নিতে পারেননি। ওই আক্রমণেই খানিক পর থিও এরনঁদেজের হেড ক্রসবারে বাধা পায়। প্রবল চাপের মুখে ৩৩তম মিনিটে বুদ্ধিদ্বীপ্ত শটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে বসেছিলেন এল হামিদি। প্রতিপক্ষের গোলরক্ষককে অনেকটা এগিয়ে থাকতে দেখে মাঝমাঠ থেকে শট নেন জিব্রাল্টার এই মিডফিল্ডার। বল ক্রসবার পেরিয়ে ওপরের জালে পড়লে হাফ ছাড়ে সফরকারীরা। সতীর্থদের ওপর কিছুটা ক্ষোভও প্রকাশ করেন ফরাসি গোলরক্ষক। প্রথমার্ধের একপেশে লড়াইয়ে গোলের উদ্দেশ্যে ১৮টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। এর শেষ শটটিতে বাড়ে ব্যবধান। ৪৫তম মিনিটে জিব্রাল্টারের ডি-বক্সে তাদের ৪০ বছর বয়সী ডিফেন্ডার রয় চিপোলিনার হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত স্পট কিকে গোলটি করেন এমবাপে। দ্বিতীয়ার্ধেও একই তালে চলতে থাকে খেলা। ৫২তম মিনিটে ব্যবধান বাড়তে পারত আরও, তবে অঁতোয়ান গ্রিজমানের শট বাধা পায় ডান পোস্টে। ৭৮তম মিনিটে নিজেরাই নিজেদের জালে বল পাঠিয়ে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে সতীর্থের উদ্দেশ্যে পাস বাড়ান এমবাপে, মাঝপথে ঠেকাতে গিয়ে জালে পাঠিয়ে দেন আইমেন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘বি’ গ্রæপের শীর্ষে আছে ফ্রান্স। তলানিতে জিব্রাল্টার। আগামীকাল সোমবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com