রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাল্টাকে উড়িয়ে আরও এগিয়ে ইংল্যান্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: র‌্যাঙ্কিং আর শক্তি-সামর্থ্যে দুই দলের যে ব্যবধান, সেটি ফুটে উঠল মাঠের পারফরম্যান্সেও। শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য করল ইংল্যান্ড। মাল্টাকে উড়িয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল গ্যারেথ সাউথগেটের দল। প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ‘সি’ গ্রæপের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইংল্যান্ড। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সফরকারীদের হয়ে একবার করে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭২ নম্বর মাল্টাকে শুরু থেকে চেপে ধরে পাঁচে থাকা ইংল্যান্ড। সাফল্যও মেলে দ্রæতই। অষ্টম মিনিটে প্রতিপক্ষের উপহার পেয়ে এগিয়ে যায় সফরকারীরা। বুয়াকো সাকার ক্রস ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে পাঠান মাল্টার ডিফেন্ডার ফের্দিনান্দো। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেকজান্ডার-আর্নল্ড। বক্সের বাইরে আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন লিভারপুল ডিফেন্ডার। চার মিনিট পরই সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-০ করেন কেইন। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। বিরতির আগে ব্যবধান আরও বাড়তে পারত। সাকার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান স্বাগতিক গোলরক্ষক। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। আরেকটি গোল অবশ্য মিলছিল না। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে কেইনের বদলি নামা উইলসন। প্রতিপক্ষের হ্যান্ডবলের জন্য পেনাল্টিটি পেয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে ইংল্যান্ডের একক আধিপত্যের প্রমাণ মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য ১৬টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে মাল্টা কোনো শটই নিতে পারেনি। ৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রæপের শীর্ষে আছে ইংল্যান্ড। একই সময়ে হওয়া গ্রæপের আরেক ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউক্রেইন। ২ ম্যাচে সমান ৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেইন দুইয়ে, ইতালি তিনে ও নর্থ মেসিডোনিয়া চারে আছে। তিন ম্যাচেই হারা মাল্টা আছে তলানিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com