এফএনএস স্পোর্টস: রঙ্গিন পোশাকের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। আগামী ৯ জুলাই থেকে শুরু হবেই এই সিরিজ। পুরবো সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই টুর্নামেন্টের ওয়ানডে সিরিজটি মূলত আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের হোম অব ক্রিকেটে ১১ বছরে এই প্রথম নারী ক্রিকেটের আসর বসবে। শেষবার ২০১২ সালে মিরপুরে আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
সূচি :
৯ জুলাই প্রথম ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১১ জুলাই দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৩ জুলাই তৃতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৬ জুলাই প্রথম টি-টোয়েন্টি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৯ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
২২ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম