বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

টি-টোয়েন্টি দলে যোগ দিলেন আফিফ-ইবাদত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ও ইবাদত হোসেন চৌধুরি। কোনো ম্যাচ না খেলেই দলে জায়গা হারিয়েছেন জাকের আলি অনিক। সংবাদ বিবৃতিতে রোববার দুই ম্যাচের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এর আগে তিনি গড়েন বাংলাদেশের হয়ে টানা ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড। বাদ পড়ার আগে বেশ খারাপ ফর্মে ছিলেন তিনি; আগের ১২ ইনিংসে একবারও পারেননি পঞ্চাশ ছুঁতে। ওই ম্যাচগুলো মিলিয়ে ১৯৪ রান করেন ১১৭.৫৭ স্ট্রাইক রেটে। যা তার ক্যারিয়ার স্ট্রাইক রেটের (১২০.২৮) চেয়েও কম। এরপর আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডেও জায়গা হারান বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। মাঝের সময়ে আর কোনো ২০ ওভারের ম্যাচ খেলেননি আফিফ। তাই কার্যত এই সংস্করণে ফেরার মতো কিছু না করেই আবার ডাক পেলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের সংস্করণে ছন্দে ছিলেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ১৩ ইনিংসে ৫ ফিফটি ও ১ সেঞ্চুরিতে তিনি করেন ৫৫০ রান। স্ট্রাইক রেট ১১০.৬৬! আফিফের চেয়েও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইবাদত। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজের ৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবশেষটি খেলেন ২৯ বছর বয়সী পেসার। এরপর তিনিও এই সংস্করণে দলে ফেরার মতো তেমন কিছু করতে পারেননি। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ¯্রফে ৩টি উইকেট পান তিনি। ওভারপ্রতি খরচ করেন দশের বেশি রান। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন কিপার-ব্যাটার জাকের। ওই সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা ধরে রেখেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের দুই ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রæব।
বাদ পড়েছেন: জাকের আলি অনিক
দলে ফিরেছেন: আফিফ হোসেন, ইবাদত হোসেন চৌধুরি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com