এফএনএস স্পোর্টস: অবসর ভেঙ্গে চলমান অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মঈন আলি। আর ফিরেই জরিমানা গুণতে হচ্ছে এই অলরাউন্ডারকে। আইসিসির নিয়ম ভাঙায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা জরিমানা করা হয়েছে মঈনের। মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের ফলে এই শাস্তি পাচ্ছেন মঈন। আর্থিক জরিমানার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ঘটনাটি মূলত, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মঈন। সেই সময় তার বোলিং আঙুলে ড্রায়িং ক্রিম লাগান। যা ধরা পড়ে ক্যামেরার লেন্সে। এটা আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ এর অপরাধ। মঈন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।