এফএনএস স্পোর্টস: অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ওপেনার উসমান খাজার সেঞ্চুরিতে ভালোই লড়াই করে অজিরা। তবে লিড নিতে পারেনি তারা। নিজদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ফলে ৭ রানের লিড পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের করা ৩৯৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ৬৭ রানে ৩ উইকেট হারায় অজিরা।এরপর ট্রাভিজ হেডকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার খাজা। তবে দলীয় ১৪৮ রানে ৬৩ বলে ৫০ রান কওরে আউট হন হেড। এরপর ক্রিজে আসা গ্রিণ ভালো শুরু করলেও আউট হয়ে যান। এরই মাঝে শতকের দেখা পান খাজা। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন খাজা। শেষে পর্যন্ত ৩৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ক্যারি ৯৯ বলে ৬৬ ও খাজা ৩২১ বলে ১৪১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন নেন ৩টি করে উইকেট।