কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ১ টি দাখিল মাদ্রাসা সহ কয়েকটি বাড়িতে দূর্র্ধষ চুরি সংঘটিত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভুক্ত ভোগী মহাল সহ সাধারণ জনগণ প্রায় রাতে চুরি সংঘটিত হওয়ায় চোর আতঙ্কে দিনানিপাত করিতেছে। যে কারণে প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। সরেজমিনে জানা যায় গত ৫ ফেব্র“য়ারি শনিবার দিবাগত রাতে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার লাইব্রেরীর হ্যাঁজবোল কেটে সঙ্ঘবদ্ধ চোরেরা ভেতরে প্রবেশ করে মাদ্রাসার প্রয়োজনীয় কাগজ সহ শিক্ষকদের ব্যক্তিগত কাগজপত্রাদি ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এদিকে মাদ্রাসার পার্শ্ববর্তী মোহাম্মদ আলী মোল−ার জামাই মফিজুলের বাড়িতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে তাদেরকে অজ্ঞান করে জানালা দিয়ে লাঠির সাহায্যে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে বাক্স ভেঙ্গে নগদ টাকা সহ নাকফুল, গলার হার, চুড়ি, নিয়ে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়। একই রাতে মৃত হাফেজ অজিয়ার রহমানের পুত্র শাহিনুর রহমান এর বাড়িতে প্রবেশ করে এন্ড্ররায়েড মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র এবং আমিন উদ্দিনের পুত্র আব্দুর রহমানের ঘরের জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায়। এছাড়া একই গ্রামের আলহাজ্ব আকিমুদ্দিন এর পুত্র আব্দুল খালেক, অমেদ আলীর পুত্র জালাল গাজী, মৃত ছমীর কবিরাজ এর পুত্র আব্দুল আজিজ এর বাড়িতে সঙ্ঘবদ্ধ চোরেরা প্রবেশ করায় বাড়ির মালিকেরা সঙ্ঘবদ্ধ চোরদের ধাওয়া করলে দ্রুত পালিয়েছে যেতে সক্ষম হয়।