এফএনএস স্পোর্টস: গত নভেম্বরেই লুই ফিলিপে স্কলারি কোচিং ক্যারিয়ারকে বিদায় বলেছিলেন। কিন্তু ৭৪ বছর বয়সে আবার ডাগআউটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ। অবসর ভেঙে তিনি ব্রাজিলিয়ান সিরি আ’ ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোর দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। নভেম্বরে অবসর ঘোষণার আগে অ্যাথলেতিকো পারানায়েন্সকে গত বছর কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতিয়েছেন। কোচিং ছেড়ে তার পর দায়িত্ব নেন ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টরের। সেই দায়িত্ব ছেড়েই বেলো হরাইজন্তে ভিত্তিক ক্লাবটিতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোচিংয়ের চুক্তি করেছেন। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্কলারি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন ব্রাজিলের হয়ে সাফল্য-ব্যর্থতার অভিজ্ঞতার জন্যে। ২০০২ সালে ব্রাজিল পঞ্চম বিশ্বকাপটি ঘরে তুলতে পেরেছিল তারই হাত ধরে। আবার ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে ব্রাজিলের সবচেয়ে লজ্জাজনক হারের সময়ও কোচিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। তার কোচিংয়েই আবার ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ২০০৬ সালে পৌঁছায় সেমিফাইনালেও। তার পর চেলসিতে পার করেছেন যন্ত্রণার সাতটি মাস। তার পর অবশ্য ছাঁটাই হয়েছিলেন। ‘বিগ ফিল’ বলে পরিচিত এই কোচ ক্লাব পর্যায়ে মূলত ব্রাজিল ও চীনে সাফল্য পেয়েছেন। গেরমিও ও পালমেইরাসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ ও লাতিন অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছেন। তার পর গুয়াংজুর হয়ে জিতেছেন চাইনিজ সুপার লিগ ও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ। অ্যাতলেতিকোর হয়ে স্কলারির প্রথম ম্যাচ ২১ জুন। অ্যাওয়ে ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ ফ্লুমিনেন্স। লিগে অ্যাতলেতিকো ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।