এফএনএস লাইফস্টাইল: আজকাল গরমের তীব্রতা যেন আগুন হয়ে ঝরে পড়ছে। গরম থেকে বাঁচতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্রতি নতুন করে ঝুঁকছেন অনেকেই। অনেকেই দ্বিধায় ভোগেন এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো যাবে কিনা সেটা নিয়ে। জেনে নিন এ সম্পর্কে।
এসির পাশাপাশি সিলিং ফ্যান চালালে এসি নষ্ট হয়ে যায়- এই ধারণা একেবারেই ভুল। বরং এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানর বেশি কিছু উপকারিতা রয়েছে-
এসি এবং ফ্যান একসঙ্গে চালালে ঘর খুব দ্রæত ঠান্ডা হয়।
বাতাস নিজ থেকে ঠান্ডা করতে পারে না ফ্যান। তবে এসির সঙ্গে চালালে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে ফ্যান।
এসির উপর চাপ কমে ফ্যান চালালে। কারণ ঘর দ্রæত ঠান্ডা হয়।
এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচও কমানো সম্ভব। কারণ কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় তখন।
অনেক সময় দীর্ঘক্ষণ এসি চললে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। রাত হলে সেটা বোঝাও যায় না সঙ্গে সঙ্গে। এ ক্ষেত্রে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন।
কিছুক্ষণ ফ্যান এবং এসি সঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর। সাশ্রয় হবে বিদ্যুৎ খরচও। সুতরাং নিশ্চিন্তে একসঙ্গে ব্যবহার করুন ফ্যান এবং এসি।
তথ্য: কুলরে ডটকম