এফএনএস স্পোর্টস: নারী ইমার্জিং এশিয়া কাপে রাজত্ব করছে বিরূপ প্রকৃতি। টুর্নামেন্টে টানা আট ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এর মধ্যে আছে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার সেমি-ফাইনাল দুটি। হংকংয়ে সোমবার মাঠে গড়ানোর কথা ছিল শেষ চারের লড়াই। কিন্তু বৃষ্টির বাধায় দুই ম্যাচের একটিতেও টস করা সম্ভব হয়নি। দুটি সেমি-ফাইনালই হবে মঙ্গলবার, রিজার্ভ ডে-তে। মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রæপ পর্বের পরের দুই ম্যাচ খেলতে পারেনি তারা বৃষ্টির কারণে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রæপের সেরা হয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কা হয় গ্রæপ রানার্স আপ। ‘এ’ গ্রæপ থেকে ভারত ও পাকিস্তান উঠে শেষ চারে। দুই দলেরই দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়, জয় একটি করে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রæপ চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান। আগামী বুধবার মাঠে গড়াবে মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনাল।