রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাকিস্তানের উচিৎ বিশ্বকাপ বয়কট করা: মিয়াঁদাদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: চলতি বছরের অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কট করতে বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মিঁয়াদাদের মতে, ভারতীয় দলের আগে পাকিস্তান সফরে আসা উচিত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আগে তাদের দল পাকিস্তান সফরে না পাঠায় তাহলে ওয়ানডে বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের। অনেক আগে থেকেই রাজনৈতিক সর্ম্পকের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত-পাকিস্তানের ক্রিকেট। স¤প্রতি এশিয়া কাপ ইস্যুতে সেটি আরও বড় আকার ধারণ করেছে। আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে দেশটিতে খেলতে যাবে না ভারতীয় দল। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, হাইব্রিড মডেলে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে করা হবে। এশিয়া কাপ নিয়ে সমস্যা সমাধান হলেও, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও কোন নিশ্চয়তা দেয়নি পিসিবি। স¤প্রতি পিসিবি জানায়, নিজ দেশের সরকার না চাইলে বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না পাকিস্তান। এ অবস্থায় বিশ্বকাপ ইস্যুতে মুখ খুললেন মিয়াঁদাদ। সংবাদমাধ্যমকে মিয়াঁদাদ বলেন, ‘২০১২ সালে ভারত সফর করেছে পাকিস্তান। এরপর ২০১৬ সালেও (টি-টোয়েন্টি বিশ্বকাপে) ভারতে গিয়েছিলো তারা। এবার ভারতীয়দের এখানে আসার পালা।’ মিয়াঁদাদ আরও বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে আমি কোন ম্যাচ খেলতে কখনই ভারতে যেতাম না। এমনকি বিশ্বকাপও নয়। আমরা সব সময় ভারতের সঙ্গে খেলার জন্য প্রস্তুত। কিন্তু তারা একইভাবে সাড়া দেয় না।’ হাইব্রিড মডেলে এশিয়া কাপ অয়োজনে পাকিস্তানকে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেন মিয়াঁদাদ। ভারতের কঠোর সমালোচনা করে মিয়াঁদাদ বলেন, ‘এশিয়া কাপের জন্য পাকিস্তানে দল পাঠাবে না ভারত। এখন আমাদের শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে।’ ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২৪টি টেস্ট ও ২৩৩টি ওয়ানডে খেলেছেন মিয়াঁদাদ। টেস্টে ৮৮৩২ ও ওয়ানডেতে ৭৩৮১ রান করেছেন ৬৬ বছর বয়সী মিয়াঁদাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com