শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় দারিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব সেমিনার কক্ষে সভায় হয়। মুলত আদিবাসী, দলিত, ট্রান্সজেন্টার ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন উন্নয়নকর্মী মহুয়া মন্জুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুজ্জামান। ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দীনের সঞ্চালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ বর্মন, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা প্রমুখ। এসময় শতাধিক সুবিধা ভোগিসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।