মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৫ ধাপ এগিয়ে শান্ত ও মুমিনুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন শান্ত, ১৭ ধাপ মুমিনুল। মিরপুরে গত শনিবার আফগানদের বিপক্ষে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জয় পায় বাংলাদেশ। দুই ইনিংসেই সেঞ্চুরি উপহার দেন শান্ত, খেলেন ১৪৬ ও ১২৪ রানের দুর্দান্ত দুটি ইনিংস। বুধবার আইসিসির র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এখন ৫৪তম স্থানে ২৪ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদা পোশাকে ২৬ ইনিংসের সেঞ্চুরি খরা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে মুমিনুল করেন অপরাজিত ১২১ রান। শান্তর এক ধাপ উপরে ৫৩তম স্থানে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলামের। দুই ধাপ এগিয়ে ২৫তম স্থানে আছেন মিরাজ। প্রথম ইনিংসে ৯ ওভারে ¯্রফে ১৫ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে ৫ রানে নেন একটি। তিন ধাপ এগিয়ে ৬২তম স্থানে আছেন ইবাদত। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন একটি। ১২ ধাপ এগিয়ে ৭১তম স্থানে আছেন আরেক পেসার শরিফুল। ম্যাচে তারও প্রাপ্তি ছিল ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com