এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন টনি ক্রুস। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন জার্মান এই মিডফিল্ডার। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বুধবার ক্রুসের চুক্তি নবায়নের বিষয়টি জানায় রিয়াল। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মাসে। ২০১৪ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে পাড়ি জমান ক্রুস। খুব দ্রæতই সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১৭টি ম্যাচ খেলেছেন ক্রুস। ক্লাবটির হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৩টি স্প্যানিশ সুপার কাপ ও ১টি কোপা দেল রের শিরোপা। ২০২২-২৩ মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২টি ম্যাচ খেলেন ক্রুস। ইউরো ২০২০-এর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ক্রুস।