স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার রাত ৯টায় সাতক্ষীরা জেলা কারাগারের সামনে প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, সদরের আলীপুর ইউপির চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে কালিগঞ্জ থানার একটি নাশকতার মামলায় আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। উলেখ্য গত ৬ মে নাশকতার পরিচালনায় তাকে আটক করে সদর থানা পুলিশ। বুধবার জামিনে বের হলে পূনরায় নাশকতার মামলায় তাকে আটক করা হয়।