স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচী সফল করতে গতকাল বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল নিয়ে উপস্থিত হয়। নেতা কর্মীদের মুখে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বিপুল সংখ্যক নেতা কর্মীদের শ্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে আব্দুর রাজ্জাক পার্ক। ৫টার পর পার্ক থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট মোড়ে সমাবেশে মিলিত হন। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বাংলাদেশ আ’লীগ এদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা রয়েছে। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষের কল্যানে কাজ করে। বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাহানা মহিদ, শেখ সহিদ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আতাউর রহমান, আ’লীগ নেতা এড. ওসমান গনি, শেখ এজাজ আহমেদ স্বপন, লায়লা পারভীন সেজুতি, ডা: মুনসুর, সাবেক সভাপতি শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, পৌরসভাপতি শেখ নাসেরুল হক, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোস্না আরা, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান সহ জেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।