পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালি অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মোহাম্মদ হোসেনের অফিস কার্যালয়ে এসে শেষ হয়। রাত ৮ টায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও ইন্দ্রজিৎ সাধুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন,জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, গৌতম কর্মকার,যুবলীগ নেতা হাসান আলী, ইকরামুল হক, আব্বাস আলী দফাদার, সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা বক্তব্য রাখেন।