ধুলিহর প্রতিনিধি \ ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি ও বেচাকেনা। রবিবার (২৫জুন) দুপুরে সাতক্ষীরার,ব্রক্ষরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে পশুর হাটে গিয়ে এমন দৃশ্য নজরে পড়ে। অল্প সময়ের মধ্যেই দেখে-শুনে কোরবানির পশু কিনতে চায় ক্রেতারা।গেল বছরের মতোই এই বছরেও বড় এবং মাঝারি গরুর চাহিদাই বেশি। তবে দাম ছাড়তে নারাজ বিক্রেতারা। তবে দাম দরে মিলে গেলেও পশু নিয়ে হাট ছাড়ছেন ক্রেতারা। বারোটা থেকে দুইটার মধ্যেই হাটের প্রায় পুরো স্থানই কোরবানির পশু দিয়ে ভরে যায়। বলা চলে, এক থেকে দুই ঘণ্টার মধ্যেই ক্রেতা-বিক্রেতায় মুখরিত হয়ে উঠেছে ব্রক্ষরাজপুর কোরবানির পশুর হাট। সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটের ভেতরে প্রবেশ করে কিছু দূর যেতেই অসংখ্য গরুর মাঝে দেখা মিললো বেশ কয়েকটি বড় ও মাঝারি আকারের ছাগলও। তবে হাটে আসা বেশির ভাগ ক্রেতাদের চাহিদা রয়েছে মাঝারি আকারের গরু এবং বড় আকারের ছাগলের। এক ছাগল বিক্রেতা দৈনিক দৃষ্টিপাতকে জানান মনের মতো দাম পাচ্ছিনা যে ছাগলের দাম হওয়ার কথা বেশি তা ক্রেতারা কম দাম বলাতে বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছি।অপরদিকে এক ক্রেতা বলে গরু মনের মতো পেয়েছি এবং দাম একটু বেশি হলেও গরু কিনতে পেরে খুব আনন্দিত হয়েছি। বাজার ইজারাদার ব্রক্ষরাজপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ঢালি জানান, প্রতি বছরের মতো এ বছর ঈদুল আযহাকে সামনে রেখে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একাধিক স্বেচ্ছাসেবক রয়েছে শৃংখলা নিয়ন্ত্রণ করতে। বাজার ইজারাদারদের দাবি, এখানে কেউ পশু ক্রয় এবং বিক্রয় করতে এসে হেনস্তার শিকার হয়নি বরং সবাই হাসি মুখে পশু ক্রয়-বিক্রয় করছেন। ব্রক্ষরাজপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম আরিফ জানান, বাজারে ক্রেতা বিক্রেতাকে সেবা প্রদানে ব্রক্ষরাজপুর ফাঁড়ির পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।