স্টাফ রিপোর্টারে \ সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন আলিপুর শ্রীরামপুর ও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমীন, তিনি গতকাল সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত বিদ্যালয় তিনটির শ্রেনি কক্ষে অবস্থান করে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পাঠদানের পাশাপাশি, ঐতিহাসিক ৭ মার্চের ভাষন, তাৎপর্য প্রেক্ষাপট, জাতির পিতা, মুক্তিযুদ্ধ সহ বহুবিধ বিষয় সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের অবগত করান। পাঠদান শেষে তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। প্রাথমিক শিক্ষার বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন এই মুহুর্তে স্বাস্থ্য বিধি নিশ্চিত করন এবং করোনা কালীন শিখন ঘাটতি পুরনই আমাদের অন্যতম ক্ষেত্র। পরিদর্শন কালে তিনি ছাত্র ভর্তি ও হাজিরা রেজিষ্ট্রার, বই বিতরন ও মাস্ক রেজিষ্ট্রার প্রত্যক্ষ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, প্রধান শিক্ষক মমতাজ বেগম, মোছা: ফতেমা খাতুন, মোঃ আনিছুর রহমান সহ সহকারী শিক্ষকগন।