বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

খুলনার পাইকগাছার পল্লীতে যুবককে গলা কেটে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস \ সোমবার (২৬ জুন ২০২৩) খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে অনুকূল মন্ডলের জ্যেষ্ঠ পুত্র অনুপ মন্ডল (২৭) কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম পাইকগাছা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে সিম মেমোরি কার্ড বিহীন একটি মোবাইল ফোন, একজোড়া স্লিপার স্যান্ডেল,এবং লাশের পিঠের নিচ থেকে একটি টি শার্ট উদ্ধার করে। গলা কাটা লাশটি লুঙ্গি পরিহিত অবস্থায় খালি গায় মাটিতে পড়ে ছিল। পুলিশ ময়না তদন্তের জন্য লাস্টটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অনুপ মন্ডলকে ফোন করে কে বা কারা ডেকে নিয়ে যায়। ভিকটিম অনুপ মন্ডলের পরিবার বলেন, ঘটনার দিন রাতে অনুপ বাড়ি না আসায় আমরা তাকে খোঁজাখুঁজি করি। তার মোবাইল ফোনে কল দিলে রিং হয় কিন্তু কেউ রিসিভ করেনা। তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে আমরা বাড়ি চলে আসি। পরের দিন সকালে ভিকটিমের মাতা বাড়ির পাশের শীতলা ভিটার পাশে অশোক ঠিকাদারের কৃষি জমিতে ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় ইউপি সদস্য রাম ঠিকাদার বলেন, সংবাদ শুনে আমি ঘটনাস্থলে যাই এবং অনুপের গলাকাটা দেহ মাটিতে দেখতে পাই। তাৎক্ষণিক আমি থানায় ফোন করি। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মেরি রানী সরদার বলেন, ইউপি সদস্য রামের নিকট থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি,এসে দেখি উৎসুক জনতার ভিড়। অনুপ মন্ডলকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে যায়। আমি এর সঠিক ন্যায় বিচার চাই। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্ত করে আমরা দেখি যে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা তদন্ত শেষ করে জানাতে পারব কি কারনে হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা খুব দ্রুত হত্যা কারীদের আইনের আওতায় আনব। খুলনা সহকারী পুলিশ সুপার সার্কেল ডি মোঃ সাইফুল ইসলাম বলেন, ভোর বেলায় জানতে পারি যে একটা লাশ পড়ে আছে ফুলবাড়ি এলাকায়। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে আসি এবং আইন অনুযায়ী লাশের সুরতাহাল করি। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ধারালো কোন অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যা। আমাদের তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার পিছনে যারাই থাকুক আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com