কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। ১৬ জন রোগীর ৫০ হাজার টাকা করে মোট আট লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ঢাকা সমাজসেবা অধিদপ্তরে রোগীদের আবেদনের প্রেক্ষিতে এই অনুদান প্রদান করা হয়।