দুর যাত্রা, তবুও ঘরে ফেরার আনন্দ যাত্রা ঃ শহরে দুর যাত্রা, মেঠো পথে সর্বত্র
দৃষ্টিপাত রিপোর্ট \ শত কিলোমিটারের যাত্রা, দুর যাত্রা, ভ্রমন ক্লান্তি, ঝক্কি ঝামেলা, নানান ধরনের প্রতিবন্ধকতা তবুও নাড়ীর টানে বাড়ী ফেরার দুর্দান্ত প্রাণশক্তি, ঈদ যাত্রা, ঈদ আনন্দ, চারিদিকে উৎসবের বরতা, আকাশে বাতাসে আনন্দ স্রোত আর তাই সব ধরনের কষ্টকে রুখে দিয়ে ঘরে ফেরা ঘরে থাকা, ঈদ প্রস্তুতি পর্যাপ্ত পরিশ্রম রত মানুষ গুলোর মননে স্বতস্ফুর্ত ভাবে বলে চলেছে আহা কি আনন্দ! আহা কি আনন্দ আকাশ বাতাসে, সর্বত্র। সাতক্ষীরার বাস্তবতায় ঘরে ফেরা মানুষ গুলো ঘরে ফিরছে তো ফিরছেই। ঢাকা চট্টগ্রাম সহ অন্যান্য শহরে হতে ঢাকা গামী পরিবহন গুলো পরিপূর্ণ। পরিস্থিতি এমন এমন পর্যায়ে পৌছেছে রাজধানী ঢাকা হতে ঈদ মুখি যাত্রী আনতে পরিবহন গুলো যাত্রী ছাড়াই খালি পরিবহন ঢাকায় যাচ্ছে। পরিবহন ব্যবসায়ীদের সামান্যতম সময় নেই, শহরের সীমানা পেরিয়ে উপজেলা ভিত্তিক কাউন্টার গুলো সারারাত প্রায় খোলা থাকছে। পরিবহন আসলেই যাত্রীকে বাড়ীতে পৌছে দিতে ভ্যান, রিকসা, ইজিবাইক সহ মটরবাইক চালকদের দেনদরবার এমন সব দৃশ্য সাতক্ষীরার পরিবহন কাউন্টার ঘিরে। প্রয়োজন বড়ই বালাই আবার সুযোগ সুযোগ নেওয়া এই দুই এর সংমিশ্রন ঈদ সামগ্রী আর পরিবহনে ব্যবসায়ীদের মাঝে। ঢাকা হতে আসতে প্রতিটি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ১০০০ হতে ১০৫০ টাকা অবশ্য কোন কোন ক্ষেত্রে কম বেশী নেওয়া হচ্ছে অন্যদিকে এসি পরিবহন গুলোতে ১৪০০ হতে ১৫০০ এবং তার কম বেশী নেওয়া হচ্ছে। বাড়ী ফিরতেই হবে আর তাই ঘরমুখো লোকজন টিকিটের মূল্য হিসেব করছে না। একাধিক যাত্রী নানান কষ্ট আর অর্থ অধিক ব্যয় করে বাড়ী পৌছাতে পেরেছি এটাই স্বস্তির, গরু ছাগল কেনা হইনি তার উদ্বেগটা বেশী ছিল, আর হাতে এখনও একদিন সময় আছে আজই গরু ছাগল সংগ্রহ করবো। আবার অনেকে ফ্রিজ সহ আসবাবপত্র ক্রয়ের জন্য জরুরী ভাবে এসেছেন। সব স্রোত মিশেছে ঈদুল আযহাকে কেন্দ্র করে। সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টার বা এলাকা গুলো কেবল সারারাত জন মানুষের উপস্থিতি তা নয়, গ্রামের হাট বাজার গুলোতেও রাত পর্যন্ত ঘর মুখো মানুষের উপস্থিতি। গ্রামের মেঠোপথ, কাচা পাকা সড়ক দিয়ে ক্লান্ত অথচ আনন্দের সাথে বাড়ী ফেরার দৃশ্য অভাবনীয় অপরুপ। অনেকে আবার জেলা শহরে বা গ্রামের বাজারে পরিবহন হতে নেমে বাদবাকী কেনাকাটা সেরে নিচ্ছেন। দাদা বাড়ী, নানা বাড়ী, চাচা বাড়ী আসা শিশু কিশোরদের প্রাণচাঞ্চাল্যতা, হৈ হুলোড়, খেলাধুলা এ যেন শিশু মনের দুরন্তপনা মিশ্রিত আনন্দস্রোত। ঈদগাহ ময়দান গুলো সেজেছে নানান ধরনের রং বেরংএর আলপনায় ঈদেফেরা মানুষগুলো সেই সাথে এলাকাবাসি ঈদগাহ ময়দানে এসে প্রত্যক্ষ করছে আলপনা আলোকউজ্জ্বল দৃশ্য সব মিলে সকলেই তথা যে যার অবস্থান হতে ঈদ আনন্দে ঈদ আয়োজন এবং আনন্দস্রোত।