সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

র‌্যাংকিংয়ে টাইগারদের সামনে পাঁচে ওঠার হাতছানি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইতিহাসগড়া এক জয় পেয়েছে বাংলাদেশ। সামনে মাসে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও টাইগারদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করতে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচ নম্বরে ওঠার সুবর্ণ সুযোগ টাইগার বাহিনীর সামনে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। র‌্যাংকিংয়ের পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। দুউই দলেরই রেটিং সমান ১০১ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে, টাইগারদের বর্তমান রেটিং পয়েন্ট ৯৮। আফগানদের বিপক্ষে তিন ম্যাচেই জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০১। তখন দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডকে টপকে পঞ্চম স্থানে উঠে যাবে টাইগাররা। এদিকে, সিরিজে ২-১ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্টের কোনো পরিবর্তন হবে না টাইগারদের জন্য। তবে যদি সিরিজটি আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারে তাহলে র‌্যাংকিংয়ে পিছিয়ে যেতে হবে বাংলাদেশকে। তখন টাইগারদের টপকে সপ্তম স্থানে উঠে আসবে আফগানিস্তান। আগামী ৫, ৮ ও ১১ জুলাই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর রয়েছে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com