এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাকক্ষে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী যারা সরকারের সাবেক ও বর্তমান আমলা-কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অবস্থানকৃত শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্র বিদ্যালয়ের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস রাহিলা খাতুন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শামীম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ও বক্তব্য রাখেন সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। এসময় তিনি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণকালীন তার শিক্ষক, বন্ধু-বান্ধবদের নিয়ে স্মৃতিচারণ করেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঠুনিয়া রাজবাড়ী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, খুলনা মহেশ্বর পাশা শহীদ জিয়া মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ আবু হোসেন বাবলু, কালিগঞ্জ সরকারি কলেজের বিভাগীয় প্রধান (মনোবিজ্ঞান বিভাগ) মোঃ গোলাম মহিউদ্দীন, এনজিও কর্মকর্তা (সাজেদা ফাউন্ডেশন) মোঃ আব্দুল খালেক, মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনিসুর রহমান, শ্যামনগর আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফেজ মোঃ মোখলেসুর রহমান, শ্যামনগর বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি গ ম আব্দুস সালাম আজাদ, নূরনগর প্যানেল চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, সাংবাদিক এসএম জাকির হোসেন, সমাজসেবক ডিএম আব্দুল গফফার, সমাজসেবক মোঃ শফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী ওবায়দুল্লাহ হাসান, শিক্ষক সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মাওঃ আব্দুর রশিদ, অচ্যুত রক্ষিত, মোঃ আনিসুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা অত্র বিদ্যালয়ে ৭৫ বছর পুর্তি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী পালনের প্রস্তুতি গ্রহণের জন্য ৭০ বছর পুর্তিতে একটি মিলন মেলা, গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য ফান্ড তৈরি, বিদ্যালয়ের নবীন প্রবীণ শিক্ষার্থীদের যোগাযোগের মাধ্যম এ্যালামনাই এসোসিয়েশন হিসাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।