দেবহাটা অফিস \ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের বেজোর আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের গাঁ ঘেরে গ্রামীন জনপদের ছায়া ঢাকা অপরুপ সৌন্দর্য্য আর গাছ গাছালি বেষ্টিত শিক্ষালয়। কোমলমতি শিক্ষার্থীরা গাছের ছায়ার নেচে গেয়ে, হৈ হুলোল করে চলাচল করে। গ্রীষ্মের তাপদাহ তাদের স্পর্শ করে না, এই সুন্দর, সৌন্দর্যময়, কোমলমতি শিক্ষার্থীদের নির্ভরতার প্রতিক আম গাছ গুলোর অঙ্গহানির করার নিষ্ঠুরতম ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ আর এই সুযোগে পার্শ্ববর্তী জমির মালিক ফলবান, আশ্রয়দাতা তিনটি আম গাছের ডাল কেটে দিয়েছে। স্থানীয় ইউপি মেম্বর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসমতুলাহ জানান গাছ গুলো ছিল শিক্ষার্থীদের অন্যতম প্রাণশক্তি, রৌদ্রতাপ হতে তারা পরিত্রান পেতো। জানাগেছে মৃত কেরামত উলাহর পুত্র শেখ নাসির উদ্দীনের নির্দেশে জিন্নাত আলীর পুত্র জেহের আলী গাছের বৃহদাকার ডাল গুলো কেটে গাছ গুলোকে কেবল অঙ্গহানী করেনি, মৃত্যু মুখে ফেলেছে। সরকারি বিদ্যালয়ের গাছ বিধায় সরকারি সম্পদ (গাছ) কোন আইন বা বিধিতে ডাল কাটা হলো? বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ীদের আইনের আওতায় আনবেন এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসির।