 
																
								
                                    
									
                                 
							
							 
                    পাইকগাছা প্রতিনিধি \ পাইকগাছায় হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। মোবাই ফোনের সুত্র ধরে মঙ্গলবার দেলুটি এলাকা থেকে আনন্দ মন্ডল( ৩৫) নামে এক যুবকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। বুধবার আনন্দ আদলতে ১৬৪ ধারা জবানবন্ধিতে হত্যার কথা স্বীকার করে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তুষার কান্তি জানান, গত রোববার রাতে উপজেলার দেলুটির ফুল বাড়ি গ্রামে অনুপ নামে এক যুবকের গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। সে থেকে ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন করে মূল হত্যাকারীকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, পরোকিয়ার সূত্র ধরেই অনুপকে হত্যা করা হয়। হত্যাকারী একই এলাকার নির্মল মন্ডলের ছেলে আনন্দ মন্ডল (৩৫)। আনন্দ ও প্রতিবেশি অনুপ ছোট ভাই। আনন্দের স্ত্রী সাথে পরোকিয়ায় জড়িয়ে পড়ে অনুপ। এতে আনন্দ ও তার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে প্রায় ৩ মাস পূর্বে আনন্দের স্ত্রী আত্মহত্যা করে। এতে স্ত্রীর শোকে প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে আনন্দ। সে থেকেই আনন্দ অনুপের হত্যার পরিকল্পনা করে। রোববার রাত সাড়ে ৯টার মধ্যে অনুপকে বসতবাড়ীর পাশে বিলে ডেকে নিয়ে প্রথমে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি আনন্দ নদীতে ফেলে দেয়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে নিজ এলাকা থেকে আনন্দকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে হত্যার কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেফতার বেক্তিকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।