এফএনএস স্পোর্টস: গত বছরই সামুয়েল উমতিতির সঙ্গে চুক্তি নবায়ন করেছিল বার্সেলোনা। কিন্তু বছর ঘুরতেই বদলে গেল প্রেক্ষাপট। চুক্তির তিন বছর বাকি থাকতেই এই ফরাসি ডিফেন্ডারকে ছেড়ে দিল কাতালান ক্লাবটি। বার্সেলোনা শুক্রবার বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতায় উমতিতির সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা। ২০১৬ সালে অলিম্পিক লিঁও থেকে বার্সেলোনায় যোগ দেন উমতিতি। ২০১৮ সালের জুনে তার সঙ্গে ৫ বছরের নতুন চুক্তি করে ক্লাবটি। পরে গত বছর আবার নতুন চুক্তি করা হয়। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুনে। কিন্তু ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে অনেক আগেই ছেড়ে দিল বার্সেলোনা। গত সাত বছরে দারুণ কিছু পারফরম্যান্স থাকলেও বেশির ভাগ সময় তিনি শিরোণামে উঠে এসেছেন চোটের কারণে। বড় চোটের কবলে পড়েছেন তিনি কয়েক দফায়। বিশেষ করে গত তিন বছরে তাকে চোটের কারণে ভুগতে হয়েছে বেশি। গত বছর চুক্তি নবায়নের পরপরই ডান পায়ের হাড় ভেঙ্গে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে। পরে বার্সেলোনা তাকে ধারে পাঠায় ইটালিয়ান ক্লাব লেচ্চেতে। এবার পাকাপাকিভাবেই বার্সেলোনা থেকে বিদায় নিতে হলো তাকে। বার্সেলোনায় সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচ খেলেছেন উমতিতি। দুবার করে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ, তিনবার কোপা দেল রে। ফ্রান্সের হয়ে জিতেছেন ২০১৮ বিশ্বকাপ। তবে গত প্র্রায় ৪ বছরে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি তিনি।