এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আগেই বড় দুঃসংবাদ শুনলো স্বাগতিক ভারত। কুয়েতের বিপক্ষে ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখার পর দলটির কোচ ইগর স্টিমাচকে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মিলেছে আর্থিক জরিমানাও। স্টিমাচ কাÐটা করেছিলেন কুয়েতের বিপক্ষে ১-১ ড্র হওয়া গ্রæপ পর্বের শেষ ম্যাচে। রেফারির সঙ্গে তর্কে জড়ানোয় ৮১ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। পরে মাঠ ছাড়ার সময় ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্য করে অশালীন ভাষাও প্রয়োগ করেছেন। যার গুরুত্ব বিবেচনা করে বিষয়টি গড়ায় সাফের ডিসিপ্লিনারি কমিটি পর্যন্ত। লাল কার্ড দেখায় স্বনিয়ন্ত্রিতভাবে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি তার প্রাপ্যই ছিল। কিন্তু আচরণ মাত্রা ছাড়ানোয় তার নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখায় স্বনিয়ন্ত্রিত ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার। এদিন দ্বিতীয় সেমিফাইনালে লেবাননের বিপক্ষে দর্শক হয়ে কাটাতে হবে ক্রোয়েশিয়ান কোচকে। কিন্তু বাড়তি আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় ভারত যদি ফাইনালে পৌঁছায়, সেখানেও ডাগআউটে থাকতে পারবেন না তিনি। তার বদলে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মহেশ গাউলি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘স্টিমাচকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫০০ ডলার জরিমানা করা হয়েছে।’ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও মেজাজ হারিয়েছিলেন স্টিমাচ। তখন তাকে শুধু লাল কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ওই বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়নি। ওই ম্যাচে লাল কার্ড দেখায় ২৪ জুন নেপালের বিপক্ষে ডাগ আউটে দাঁড়াতে পারেননি তিনি। কিন্তু এবারের অপরাধটি ছিল গুরুতর। আনোয়ারুল হক হেলালও বলেছেন, ‘প্রথম যে ঘটনাটি ছিল সেটা কমিটির কাছে যায়নি। তবে এবারের বিষয়টি ডিসিপ্লিনারি কমিটি পর্যন্ত গড়িয়েছে। স্টিমাচের অপরাধটি গুরুতর। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় সে ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্য করে অশালীন ভাষাও প্রয়োগ করেছে।’