স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার মনিটরিং করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। জানাগেছে, স¤প্রতি কাঁচা মরিচ সহ কয়েকটি পন্যের আকস্মিক মূল্য বৃদ্ধি হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা আকস্মিক সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজার মনিটরিং করেন। এ সময় কাঁচা বাজারের সকল আড়ৎ ও খুচরা বাজারের ক্রয় বিক্রয় মূল্য যাচাই বাছাই করেছেন। কাঁচা মরিচের পাইকারী মূল্য ৪৫০ টাকা এবং খুচরা মূল্য ৪৬০ থেকে ৪৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন ভাবে কাঁচা মরিচ অন্যান্য পন্যের মূল্য বৃদ্ধি করা যাবে না। সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে হবে। ভারত থেকে কাঁচা মরিচ আসায় আরও দাম কমে যাবে। ক্রেতারা যাতে নায্যমূল্যে পণ্য কিনতে পারে সে লক্ষ্যে সার্বক্ষনিক বাজার মনিটরিং করা হবে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো: মনির হোসেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: নাজমুল হোসেন, সুলতানপুর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী বাদশা, সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু সহ পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।