কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় বসত বাড়ীর জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে এক হামলা সংঘর্ষে ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে-গত ১ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার চেড়াঘাট গ্রামে। আহতরা হলেন-চেড়াঘাট গ্রামের আমিরুল ইসলাম (৪৩), রোকেয়া খাতুন (৩৬), আলেক গাজী (৫১), লাল বানু (৩৬), জাহানারা খাতুন (৩৮), ফরিদা খাতুন (৪২), আশরাফুল ইসলাম (২৮), আক্তারুল ইসলাম (৩২), আসাদুল ইসলাম (৩৬)। আহত আমিরুল ইসলাম জানান-তাদের বসত বাড়ীর জমি জায়গা নিয়ে একই গ্রামের মৃত রুহুল আমিন ধাবকের ছেলে খানজাহান আলী ভুট্টো, শফিকুল ইসলাম, আলমগীর হোসেনের সাথে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে মামলাও হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত আমিরুল ইসলামের পক্ষে রায় দেয়। যার মামলা নং-(৪৮৯/২২)। ঘটনার দিন সকালে খানজাহান আলী ভুট্টো আদালতের আদেশ অমান্য করে ওই জমি দখলের চেষ্টা করে। এতে প্রতিবাদ করতে গেলে খানজাহান আলী ভুট্টো ডাক চিৎকার করে তার দলবল সাথে নিয়ে হামলা করে। তাদের সন্ত্রাসী হামলায় আমিরুল ইসলামের পরিবারের ৯জন নিলা ফোলা আহত হয়েছে। এঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।