কয়রা (খুলনা) প্রতিনিধি \ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ গেওয়াখালী টহল ফাঁড়ির গোলবুনি খাল এলাকায় প্রবেশ নিষিদ্ধ সময় কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে গ্রেফতার করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ ৫ কেজি কাঁকড়া জব্দ করা হয়। জানা গেছে গতকাল সোমবার (৩ জুন) রাত সাড়ে ১২ টার দিকে গেওয়াখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেলেরা হলেন কয়রা উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের আমজেদ মল্লিকের পুত্র আঃ আলিম (২৩) ও দিদারুল আলম (২১)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদেরেক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।