কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুলাই-২৩) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মন্ডল মধুসদন, রবি সংকার দেওয়ান, আশিকুজ্জামান, হারুন-অর-রশিদ প্রমুখ। উল্লেখ্য-আগামী ১১জুলাই কলারোয়া সরকারী জেকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও ১২ জুলাই কলারোয়ার এমআর ফাইন্ডেশন ওডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।