বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩ জুলাই সোমবার সকাল ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে উপজেলার গোপালপুর পিকনিক কর্নারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগিতা, পিকনিক কর্নার পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হামীম নাজিবুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।