ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ ডুমুরিয়ার বিল সিংগা-সুইচ গেটের পলি অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খর্ণিয়া বাজারস্থ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর এক মানব-বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ ঘের ব্যবসায়ী ও যুবলীগ নেতা চ ল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসুচীতে বক্তৃতা করেন- শিক্ষক আলামিন খান, ইউপি সদস্য মোল্ল্যা আবুল কাশেম, প্রাক্তন শিক্ষক আব্দুস ছাত্তার মোড়ল, বিশিষ্ট চিংড়ী চাষী আলহাজ্ব আব্দুল গফুর বিশ্বাস, হাবিবুর রহমান সরদার, শেখ ওহিদুজ্জামান, আছাদুজ্জামান লিটু, রেজোওয়ান ফকির, আব্দুস সবুর গাজী অনাদি মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন- উপজেলার ৩নং রুদাঘরা ও ৪নং খর্ণিয়া এই দুই ইউনিয়ন জুড়েই সিংগার বিল। এই বিলের পানি অপসারণ হয়ে থাকে সিংগা ¯øুইচ গেট দিয়ে। কিন্তু এই গেটের ভিতর-বাহিরে পলি মাটি জমাট হয়ে গেছে। একই সাথে গেটটিও অকেজো অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে শুরু হয়েছে তুমুল বর্ষা। ফলে বিলের পানি সরতে না পারায় দেখা দিয়েছে জলবন্ধতা। এমনি অবস্থায় যদি গেটটি পড়ে থাকে তাহলে কৃষি ফসলসহ কয়েক হাজার চিংড়ী ঘের তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই চলমান এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গেটের পলি অপসারণের জন্য স্থানীয় সংসদ সদস্য, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। প্রায় ১ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত এ মানব-বন্ধন কর্মসুচীতে বিলের কৃষক, ঘের ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।