আবু ইদ্রিস শ্যামনগর থেকে \ “কৃষিই সমৃদ্ধি ” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই ধারা অব্যাহত রাখতে খরিপ ২/২০২৩-২০২৪ মৌসুম ২০২২-২০২৩ অর্থ বছরের প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচীর আওতায় শ্যামনগরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বুধবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা কৃষি অফিসে নারিকেল চারা বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ আরো অনেকে। ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫০০ টি নারকেল চারা বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা।