ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় ফিল্ম স্টাইলে তান্ডবলীলা চালিয়ে একজনকে কুপিয়ে জখম, বাড়ি নির্মানের জন্য ১০/১২ কলাম ভাংচুর ও ৪ হাত উচু প্রায় ৫শ হাত পাচুলি গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের রাজাপুর (শেখপাড়া) গ্রামের নহর আলী শেখের ছেলে আব্দুল হালিম শেখ (৩৫) তার জমিতে বাড়ি নির্মানের জন্য মঙ্গলবার সকালে ১০/১২ টি কলাম পিলার তোলে। এসময় কাজ চলমান অবস্থায় প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল লতিফ শেখ, নাইম শেখ,লাবু শেখ, আতিয়ার শেখ, অলিয়ার শেখ,হাবিবুর শেখ,মাহাবুর শেখ, ইকবাল শেখ, আকবর শেখসহ প্রায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা দা দিয়ে আব্দুল হালিম শেখের মাথা ও পায়ের গোড়ালিতে কোপ দিয়ে তাকে গুরুতর জখম করে। এসময় তারা প্রায় ১ ঘন্টা তান্ডবলীলা চালিয়ে ১০/১২ টি কলাম ও সদ্য করা ৪ হাত উচু প্রায় ৫শ হাত পাচুলি গুড়িয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর জখম অবস্থায় আব্দুল হালিম শেখকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথা ও পা থেকে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক।