মীর আবু বকর \ সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ- ২০২৩ ও অত্র প্রতিষ্ঠানে নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ফিস প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে হল রুমে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসক পতœী মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সাতক্ষীরা কালেক্টর স্কুল এন্ড কলেজ ইতিমধ্যে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে আনন্দঘন পরিবেশে পাঠদানের পাশাপাশি খেলাধুলার সুন্দর পরিবেশ রয়েছে। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত সহ আধুনিক ল্যাব সুবিধার ব্যবস্থা করা হয়েছে। জেলার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কালেক্টরেট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বেতন নগদ ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের জন্য প্রায় সাড়ে ৪ একর জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) ও পরিচালনা পরিষদের সহ-সভাপতি কাজী আরিফুর রহমান, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, বাপ্পী দত্ত রনি, আবদুল্লাহ আল আমিন। নগদ লিমিটেড সাতক্ষীরা টেরিটরি ম্যানেজার মোঃ শাহিনুর রহমান, সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।