পাইকগাছা প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার (০৪ জুলাই) রাত ১১ টার দিকে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়ার গোয়াল বাড়ি চক এলাকায় প্রধান সড়কের পাশ্ববর্তী ঝোপের আড়ালে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশী গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী(২৮), লস্কর ইউনিয়নের মিনহাজ চক এলাকার লেয়াকত সরদারের ছেলে আসাবুর সরদার (১৮), নজু গাজীর ছেলে মহরাম গাজী(২০), আশরাফ সরদারের ছেলে ফজলু সরদার (১৭) কে আটক করে। এসময় তাদের নিকট থেকে দেশীয় তৈরী কুড়াল, হাতুড়ি ও দা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, গতকাল রাতে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা খড়িয়ার গোয়ালবাড়ি চক এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।