মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরন কার্যক্রম উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে বেসরকারী এনজিও লিডার্স এর সহযোহিতায় আমন মৌসুমে কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ধানবীজ ও সার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর কার্যালয় লিডারস নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় লিডার্স এর প্রধান কার্যালয় মুন্সিগঞ্জে উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লবণ ও খরা সহনশীল ১১৪৮ জন কৃষকের মাঝে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা তাহসিনা খাতুন। উল্লেখ্য ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।